ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

খাদ্যে জনবল নিয়োগ: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
খাদ্যে জনবল নিয়োগ: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ঢাকা: জনবল নিয়োগ নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর।

অধিদফতরের অধীন নন-গেজেটেড ২৪ ক্যাটাগরিতে ১ হাজার ১৬৬টি শূন্যপদ পূরণের লক্ষ্যে জনবল নিয়োগের জন্য গত ১১ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
 
সোমবার (২২ অক্টোবর) খাদ্য অধিদফতরের পক্ষ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত না হলেও কতিপয় দুষ্টচক্র ফেসবুকে পরীক্ষার তারিখ প্রচার করছে, যা দুরভিসন্ধি ও প্রতারণা কৌশল হতে পারে।


 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খাদ্য অধিদফতরের নিয়োগের দাপ্তরিক কার্যক্রম অব্যাহত আছে। পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আবেদনকারীকে সরাসরি মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং অধিদফতরের ওয়েবসাইটেও (www.dgfood.gov.bd) তা প্রকাশ করা হবে।  
 
কোনো প্রতারকচক্রের অনৈতিক প্রলোভনে বিশ্বাস না করার জন্য অধিদফতরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে ওই সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে।  
 
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।