ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্যারিয়ার

তিন ব্যাংকের লিখিত পরীক্ষা ১৬ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
তিন ব্যাংকের লিখিত পরীক্ষা ১৬ নভেম্বর

ঢাকা: সরকারি তিন ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে এমসিকিউ উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৬ নভেম্বর।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ জানান, ওইদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পূর্ব নির্ধারিত কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের দেওয়া সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

তিনি বলেন, সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষা ৯ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সমন্বিত তিনটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে সরাসরি নিয়োগের উদ্দেশে এমসিকিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।