ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বাংলা ভাষায় চালু হলো কোরা

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
বাংলা ভাষায় চালু হলো কোরা

বাংলা ভাষায় চালু হলো বিশ্বব্যাপী প্রশ্নোত্তর ও জিজ্ঞাসার জনপ্রিয় প্ল্যাটফর্ম কোরা।

২০১৮ সালের ডিসেম্বর মাসে পরীক্ষামূলকভাবে বেটা ভার্সনে নির্দিষ্ট ব্যবহারকারীদের নিয়ে চালু হলেও সম্প্রতি বাংলা সংস্করণটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। বাংলাদেশ ও ভারতসহ পৃথিবীর নানা দেশের ৩০ কোটির বেশি বাংলা ভাষাভাষীদের নানান প্রশ্ন ও জিজ্ঞাসাকে গুরুত্ব দিয়েই কোরার বাংলা সংস্করণ চালু করা হয়েছে।

কোরার প্রতিষ্ঠাতা অ্যাডাম ডি অ্যাঞ্জেলো জানান, 'বিশ্বের জ্ঞান ভাগাভাগি ও তা বৃদ্ধি করতে বাংলা ভাষায় কোরা চালু হল। অনেক বাংলাভাষী কোরা ইংরেজি ব্যবহার করছেন। বাংলা ভাষাভাষীদের জানার মাত্রাকে আরও বাড়িয়ে তুলবে কোরা বাংলা। '

কোরা বাংলার কমিউনিটি ম্যানেজার মৃনাল ভট্টাচার্য জানান, 'এটি নি:সন্দেহে বাংলা ভাষাভাষীদের জ্ঞান চর্চা ও জানাশোনার পরিধিকে দারুণভাবে বাড়িয়ে দেবে। '

বাংলাদেশের কোরায়ান জাহিদ হোসাইন খান বলেন, 'তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। এ প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা শচীন বানসাল, উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসসহ বিভিন্ন বিশেষজ্ঞ নানা প্রশ্নের উত্তর দেন। বাংলা ভাষায় জ্ঞান বিজ্ঞান ও তথ্য সম্প্রসারণে কোরা বাংলা দারুণ ভূমিকা রাখবে। তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের জানার দক্ষতা বাড়াবে কোরা। '

মুঠোফোন ও কম্পিউটার থেকে https://bn.quora.com লিংকের মাধ্যমে কোরা বাংলা ব্যবহার করা যাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।