পদ: অধ্যক্ষ
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী। কলেজে উপাধ্যক্ষ/ সহকারী অধ্যাপক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ প্রভাষক/ সহকারী অধ্যাপক পদে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা হতে হবে।
পদ: প্রভাষক
পদসংখ্যা: বাংলা -১টি, ইংরেজি -১টি, আইসিটি -১টি, রসায়ন -১টি, পদার্থ -১টি, গণিত -১টি, জীববিজ্ঞান -১টি, কৃষি -১টি, হিসাববিজ্ঞান -১টি, ফিন্যান্স ও ব্যাংকিং -১টি, ব্যবস্থাপনা -১টি, মার্কেটিং -১টি, যুক্তিবিদ্যা -১টি, পরিসংখ্যান -১টি, অর্থনীতি -১টি, পৌরনীতি -১টি, ইতিহাস -১টি, ভূগোল -১টি, ইসলাম শিক্ষা -১টি, ইসলামের ইতিহাস -১টি, মনোবিজ্ঞান -১টি, সমাজবিজ্ঞান -১টি, সমাজকল্যাণ -১টি।
যোগ্যতা: স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানসহ সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনকৃত।
পদ: অফিস সহকারী কাম-হিসাব সহকারী
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ব্যবসায় বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০১৯।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...