ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

প্রশিক্ষণ শেষে শতভাগ চাকরির নিশ্চয়তা

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
প্রশিক্ষণ শেষে শতভাগ চাকরির নিশ্চয়তা

বাংলাদেশ সরকারের অর্থায়নে SEIP এবং BACI এর তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় বিভিন্ন কারিগরি কোর্সের উপর প্রশিক্ষণ কার্যক্রমের ভর্তি চলছে। প্রশিক্ষণ শেষে শতভাগ চাকরির নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

যেসব কোর্সে ভর্তি চলছে:
১) মেশনরি ২) প্লাম্বিং ৩) ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ৪) স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ৫) টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস।

সম্পূর্ণ ফ্রি এই কোর্সে ভর্তি হতে হলে আপনাকে সর্বোচ্চ অষ্টম শ্রেণি পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। প্রতিমাসে ৩,৭৫০/ টাকা করে বৃত্তি প্রদান করবে প্রতিষ্ঠানটি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি করা হবে।

ভর্তি হতে হলে আপনাকে ২,৫০০/ টাকা জামানত রাখতে হবে। যা প্রশিক্ষণ শেষে ফেরত দেওয়া হবে। সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি ছবি আনতে হবে। চেয়ারম্যান কর্তৃক পরিবারের মাসিক আয়ের সনদ, জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

ভর্তির শেষ তারিখ: ৩১/০৩/২০১৯


বিস্তারিত বিজ্ঞপ্তি:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।