যে সব পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো, অফিস সহায়ক পদে -৬৪ জন, বাস হেলপার -২ জন, টার্মিনাল গার্ড/ নিরাপত্তা প্রহরী -৬০ জন, শুল্ক প্রহরী -৯ জন, মালী -১৩ জন, পরিচ্ছন্ন কর্মী -৩০ জন, বেয়ারার -১ জন এবং স্টোর হেল্পার পদে ৭ জন।
কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হলেই পদগুলোতে আবেদন করা যাবে।
নিয়োগপ্রাপ্তদের বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ২০তম গ্রেড অনুযায়ী ৮,২৫০/-২০,০১০/ টাকা।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে www.jobsbiwta.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২১ মার্চ, ২০১৯ পর্যন্ত।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...