ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

এনজিও বিষয়ক ব্যুরোতে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এনজিও বিষয়ক ব্যুরোতে নিয়োগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোতে নিম্নবর্ণিত শূণ্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে সংযুক্ত ফরম অনুযায়ী আবেদন আহবান করা হয়েছে।

১) পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১টি।
বেতন স্কেল: ১১,০০০/-২৬,৫৯০/ টাকা
যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড হতে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় পাসসহ প্রতিমিনিটে সাঁটলিপি ইংরেজিতে ১০০, বাংলা ৭০ শব্দ এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং-এ সর্বনিম্ন ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ গতিসম্পন্ন হতে হবে।

    মুন্সিগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া ও পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

২) পদের নাম: বার্তা বাহক
পদ সংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৮,৫০০/-২০,৫৭০/ টাকা।
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস। মোটরসাইকেল চালানো জানতে হবে। বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বরিশাল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

৩) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৮,২৫০/-২০,০১০/ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ। মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, ফেনী, নীলফামারী, বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ২১(একুশ) কর্ম দিবসের মধ্যে মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্লট-ই-১৩/বি, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবরে ডাকযোগে অথবা অফিস চলাকালীন পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তি ও আবেদনের ফরম এনজিও বিষয়ক ব্যুরোর ওয়েবসাইটে (www.ngoab.gov.bd) পাওয়া যাবে।


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।