ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

‘কমিউনিকেশন ফর ক্যারিয়ার’ শীর্ষক কর্মশালা ৪ মে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
‘কমিউনিকেশন ফর ক্যারিয়ার’ শীর্ষক কর্মশালা ৪ মে কমিউনিকেশন ফর ক্যারিয়ার

ঢাকা: বাংলাদেশের মানবসম্পদ ইকোসিস্টেম উন্নতির লক্ষ্যে কমিউনিকেশন ফার্ম র’দিয়া আইএনসি,  ড্রিম ডিভাইজারের সহযোগিতায় ‘কমিউনিকেশন ফর ক্যারিয়ার’ শীর্ষক একটি কর্মশালা শনিবার (৪ মে) অনুষ্ঠিত হবে।

এইদিন রাজধানীর ইউনিভার্সিটির গ্রিনরোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় বাংলাদেশে ক্যারিয়ার গঠনের বিভিন্ন প্রেক্ষাপট, প্রয়োজনীয় কমিউনিকেশন স্কিল এবং বর্তমান চাকরির বাজারের প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের প্রস্তুতির বিভিন্ন উৎসগুলো সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে স্বেচ্ছাশ্রম, ইন্টার্নস, খণ্ডকালীন বা ফুলটাইম চাকরি পাওয়ার সহায়তা করার জন্য সংশ্লিষ্ট মানবসম্পদ পেশাজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। ২০ থেকে ৩৫ বছর বিভিন্ন সরকারি-সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী অনলাইন আবেদনের ভিত্তিতে নির্বাচিত করা হবে।

 সংশ্লিষ্ট বিষয়ের ডোমেন এক্সপার্ট এবং রিয়েল-লাইফ এইচআর পেশাদাররা অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

অনলাইন রেজিস্ট্রেশন শেষ তারিখ ৩০ এপ্রিল এবং ইভেন্ট সম্পর্কে বিস্তারিত https://www.facebook.com/events/2348367782094135/ আই লিঙ্কে পাওয়া যাবে।

নলেজ পার্টনার হিসাবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মিডিয়া পার্টনার হিসাবে থাকছে বাংলানিউজ।

বাংলাদেশ সময় ১৩১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।