ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান এ ‘উর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ)’ পদে সমন্বিতভাবে নিয়োগের জন্য প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে।
সোনালী, জনতা, বিকেবি, বিডিবিএল, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ব্যাংক, আইসিবি এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একক নীতিমালার আওতায় ‘উর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ)’ পদে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের ১ ঘন্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ১০/০৫/২০১৯ তারিখ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আসন বিন্যাস দেখতে ক্লিক করুন:
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
পরীক্ষার্থীরা পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, একাধিক প্রবেশপত্র, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। #
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।