ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

যাত্রা করলো ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
যাত্রা করলো ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট

ঢাকা: ‘তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ’ স্লোগানে যাত্রা শুরু করেছে ‘ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট’। 

শনিবার (১৬ জুন) রাজধানীর গুলশানের ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান হয়।  

ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শরীফ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এম. কে. বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল হক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এইচ এম. মোস্তাফিজুর রহমান, সাবেক তথ্য সচিব সমর চন্দ্র পাল, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ট্রেজারার আশরাফুল হক, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিজয় টিভির নির্বাহী পরিচালক নায়লা বারী, কাফকো গ্রুপের হেড অব এইচ আর রাকিব উদ্দীন আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রিবেল মনোয়ার, ইনস্টিটিউটের পরিচালক, মিডিয়া বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সরোজ মেহেদী, ইনস্টিটিটিউটের সাধারণ সম্পাদক আরেফীন দিপু শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।