ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক ৬১১ পদে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক ৬১১ পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে জনবল নিয়োগের জন্য যােগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে:
১) মেসওয়েটার: ৩৯টি
২) পরিচ্ছন্নতা কর্মী: ৪২টি
৩) ইউএসএম/শ্রমিক: ১০২টি
৪) বার্তাবাহক: ৪০টি
৫) অফিস করণিক: ৫৫টি
৬) বাবুর্চি: ২৭টি
৭) টেইলার: ২২টি
৮) ইঅ্যান্ডবিআর: ৩টি
৯) লস্কর: ৪টি
১০) গ্রিজার: ১টি
১১) সহকারী বাবুর্চি: ৯টি
১২) সহকারী সুপারভাইজার: ১টি
১৩) উচ্চমান করণিক: ২টি
১৪) কেমিষ্ট: ১টি
১৫) মেকানিক: ১টি
১৬) কার্পেন্টার: ১৪টি
১৭) এমটি ড্রাইভার: ১২টি
১৮) হেড মেকানিক: ১টি
১৯) নিরাপত্তা প্রহরী: ২৭টি
২০) মালী: ২টি
২১) এসএএসআই: ৪টি
২২) এসএস-২: ১টি
২৩) ড্রাফটসম্যান: ১টি
২৪) ফায়ার ক্রু: ৮টি
২৫) পেইন্টার: ১২টি
২৬) ওয়ার্ডবয়: ৩টি
২৭) আয়া: ১টি
২৮) টিনস্মিথ: ১টি
২৯) স্টোরম্যান: ৩২টি
৩০) ভিএফএ: ৩টি
৩১) ইলেকট্রিশিয়ান: ১২টি
৩২) মিল্ক রেকর্ডার: ২টি
৩৩) ক্ল্যাসিফায়ার: ১টি
৩৪) অটো ইলেকট্রিশিয়ান: ১টি
৩৫) বেঞ্চ ফিটার (এসএস-২): ৩টি
৩৬) ওয়েল্ডার (এসএস-২): ৪টি
৩৭) কার্পেন্টার (এসএস-২): ২টি
৩৮) ভিউয়ার: ২০টি
৩৯) গােয়ালা: ২০টি
৪০) ফায়ারম্যান: ২টি
৪১) ক্যাশিয়ার (উচ্চমান): ২টি
৪২) মেশন (এসএস-২): ২টি
৪৩) সুপারভাইজার: ৩টি
৪৪) আর্মোরার (এসএস-২): ১টি
৪৫) ইনসেমিনেটর: ২টি
৪৬) প্লান্ট অপারেটর: ২টি
৪৭) ক্যাটালগার: ১টি
৪৮) প্যাকার: ১টি
৪৯) সিকিউরিটি ইনসপেক্টর/নিরাপত্তা পরিদর্শক: ৩টি
৫০) আরএ-২: ১টি
৫১) পাম্প অপারেটর: ৪টি
৫২) ফিটারগান(এসএস-২): ১টি
৫৩) পেইন্টার(এসএস-২): ২টি
৫৪) মেশিনিষ্ট(এসএস-২): ৭টি
৫৫) ইলেক্ট এমভি(এসএস-২): ১টি
৫৬) ফটোকপি অপারেটর/গেষ্টেটনার অপারেটর : ২টি
৫৭) ব্লাকস্মিথ(এসএস-২): ১টি
৫৮) এক্সচেঞ্জ অপারেটর/টেলিফোন অপারেটর: ১০টি
৫৯) ফিটার এমভি(এসএস-২): ৭টি
৬০) ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট/ল্যাব সহগামী: ৪টি
৬১) টিন অ্যান্ড কপারস্মিথ(এসএস-২): ২টি
৬২) ফার্ম লেবার (কাউ অ্যাটেন্ড্যান্ট/কাফ অ্যাটেন্ড্যান্ট/ক্লিনার): ১১টি
৬৩) সিভিল মেকানিক ড্রাইভার: ২টি
৬৪) ট্রাক্টর/মেক্যানিক ট্রান্সপাের্ট ড্রাইভার: ১টি

আবেদনপত্র www.army.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা: ২২ আগস্ট ২০১৯।

বিজ্ঞপ্তি:
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।