পদের নাম: টুলরুম অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২৪টি (অটোমোটিভ -১জন, ফার্ম মেশিনারি -৫জন, ইলেকট্রিক্যাল -৪জন, মেশিনিস্ট -৫জন, ওয়েডিং -৫জন, রেডিও ও টিভি -১জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং -১জন, ড্রাফটিং ফিভিল-২জন)।
বেতন স্কেল: ৯,৭০০/-২৩,৪৯০/ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) অথবা মাধ্যমিক (ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের www.dtev.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। (সুত্র: প্রথম আলো)
আবেদনের সময়সীমা: ২৫ আগষ্ট, ২০১৯ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি: