ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে ৩৪ পদে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে ৩৪ পদে নিয়োগ

বাংলাদেশ ওসনোগ্রাফিক রিসার্চ ইনষ্টিটিউট, কক্সবাজারের রাজস্বখাতের অধীনে বিভিন্ন পদে মোট ৩৪ জন নিয়োগের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনস্টিটিউট।

প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের ওপর ডক্টরেট ডিগ্রি এবং গবেষণা জার্নালে গবেষণা প্রকাশসহ নির্দিষ্ট ক্ষেত্র অভিজ্ঞতা থাকতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া শিক্ষাজীবনে সব স্তরে অনন্য ২য় শ্রেণি থাকতে হবে আবেদন করতে হলে।



পদের নাম: প্রিন্সিপ্যাল সাইন্টিফিক অফিসার; গ্রেড-৪, স্কেল: ৫০,০০০-৭১,২০০/-


ক. ফিজিক্যাল ও স্পেশ ওশানোগ্রাফি বিভাগ/এনভাইরনমেন্টাল ওসানোগ্রাফি ও ক্লাইমেট বিভাগে-০১টি;
খ. ভূতাত্ত্বিক ওসানোগ্রাফি বিভাগে-০১টি;
গ. ক্যামিক্যাল ওসানোগ্রাফি বিভাগে- ০১টি; এবং
ঘ. বাইয়োলজিক্যাল ওসানোগ্রাফি বিভাগে- ০১টি;

পদের নাম: সিনিয়র সাইন্টিফিক অফিসার; গ্রেড-৬, স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-
ক. ফিজিক্যাল ও স্পেশ ওশানোগ্রাফি বিভাগে- ০১টি;
খ. ভূতাত্ত্বিক ওসানোগ্রাফি বিভাগে- ০১টি;
গ. ক্যামিক্যাল ওসানোগ্রাফি বিভাগে- ০১টি;
ঘ. বাইয়োলজিক্যাল ওসানোগ্রাফি বিভাগে- ০২টি;
ঙ. এনভাইরনমেন্টাল ওসানোগ্রাফি ও ক্লাইমেট বিভাগে- ০১টি;
চ. ওসানো্গ্রাফি ডাটাসেন্টারে- ০১টি

পদের নাম: সাইন্টিফিক অফিসার; গ্রেড-৯, স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
ক. ফিজিক্যাল ও স্পেশ ওশানোগ্রাফি বিভাগে- ০৩টি;
খ. ভূতাত্ত্বিক ওসানোগ্রাফি বিভাগে- ০৫টি;
গ. কেমিক্যাল ওসানোগ্রাফি বিভাগে-০৪টি;
ঘ. বাইয়োলজিক্যাল ওসানোগ্রাফি বিভাগে- ০৫টি;
ঙ. এনভাইরনমেন্টাল ওসানোগ্রাফি ও ক্লাইমেট বিভাগে- ০৩টি;
চ. ওসানো্গ্রাফি ডাটাসেন্টারে – ০১টি

পদের নাম: একাউন্টস অফিসার; গ্রেড-৯, স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-, ০১টি।

পদের নাম: মেডিক্যাল অফিসার; গ্রেড-৯, স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-, ০১টি।

প্রার্থীকে নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে। ক্রমিক নং ১,২,৩নং পদের জন্য (পিএসও/এসএসও/এসও) এবং ৪ ও ৫ নং পদের জন্য সাধারণ আবেদন ফরম পূরণ পূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরমটি বাংলাদেশ ওশানোগ্রাফিক রির্সাচ ইনস্টিটিউটের ওয়েবাসাইটে (http://www.bori.gov.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তি‘মহাপরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রির্সাচ ইনস্টিটিউট, কক্ষ নং – ৩১১, প্রকৌশল ভবন, বিসিএসআইআর ক্যাম্পাস, ডঃ কুদরাত-ই-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫” বরাবর আগামী ২৪/১০/২০১৯খ্রি: তারিখের অফিস চালকালীন সময়ের মধ্যে সরাসরি/ ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে আবেদনপত্র পৌঁছাতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।