ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

১০৩ জনকে চাকরি দেবে সরকারি বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
১০৩ জনকে চাকরি দেবে সরকারি বিদ্যুৎ বিভাগ ছবি: প্রতীকী

ঢাকা: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডে ১০টি পদে ১০২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।

অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৭ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ২১ অক্টোবর পর্যন্ত।

এ ছাড়া ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদেও লোক নেবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড। এ পদে আবেদন করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা:

১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-১৪
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-১৫
৩. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-১৮
৪. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-৫৫
৫. ডেপুটি কোম্পানি সেক্রেটারি-১

আবেদনের যোগ্যতা:

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স:

আবেদনকারী প্রার্থীর বয়স গত বছরের ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা (http://carrer.nesco.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২১ অক্টোবর পর্যন্ত জমা দিতে পারবেন। আর ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদে আবেদন করা যাবে ৬ নভেম্বর পর্যন্ত।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন  

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।