ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

নোয়াখালীতে রাজস্ব খাতে চাকরি, পদ ২৯

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
নোয়াখালীতে রাজস্ব খাতে চাকরি, পদ ২৯ ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রতি রাজস্ব খাতের চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীকে অবশ্যই নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

১০টি পদে মোট ২৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১০ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫

নাজির কাম-ক্যাশিয়ার-৮

সার্টিফিকেট পেশকার-৩

সার্টিফিকেট সহকারী-৭

ক্রেডিট চেকিং কাম-সায়ারাত সহকারী-৬

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই চাকরির আবেদনের জন্য বয়সসীমা কমিয়ে দেয় সরকার। গত বছর ২৫ মার্চ যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদনের নিয়ম
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট http://dcnoakhali.teletalk.com.bd থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।