ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

এইচএসসি পাসে বিজিবিতে চাকরি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এইচএসসি পাসে বিজিবিতে চাকরি

চাকরির সুযোগ দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি প্রতিষ্ঠানটির ৯৮তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

ব্যাচের নাম- ৯৮তম ব্যাচ

পদের নাম- সিপাহী (জিডি)

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা

সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি/ সমমানে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/ সমমানে ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা

উচ্চতা: সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। এ ছাড়া সাধারণ মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট।
ওজন: সাধারণ পুরুষদের ক্ষেত্রে ওজন ৪৯.৮৯৫ কেজি এবং উপজাতিদের জন্য ৪৭.১৭৩ কেজি। এ ছাড়া সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং উপজাতিদের জন্য ৪৩.৫৪৪ কেজি।

বুকের মাপ: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক ৩২ ইঞ্চি ও স্ফীত ৩৪ ইঞ্চি এবং উপজাতিদের জন্য স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি। এ ছাড়া মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)

শর্ত: সব প্রার্থীদের ক্ষেত্রে সাঁতার জানা বাধ্যতামূলক

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স

৮ এপ্রিল, ২০২২ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের ৯,০০০-২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।
 

আবেদন পদ্ধতি

আগ্রহী যোগ্য প্রার্থীদের টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ইংরেজিতে এসএমএস পাঠানোর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন ফি

ফি বাবদ প্রার্থীদের টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১৬০ টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

চাকরি প্রত্যাশীরা আগামী ২৪ অক্টোবর, ২০২১ রাত ১২টা পর্যন্ত পদটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন।

ভর্তির তারিখ ও স্থান

নিয়োগপ্রাপ্তদের ভর্তির তারিখ ও স্থান সম্পর্কে পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.bgb.gov.bd এই ঠিকানায়।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।