ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

কুড়িগ্রামবাসীর জন্য সরকারি ৮৩ পদে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
কুড়িগ্রামবাসীর জন্য সরকারি ৮৩ পদে চাকরির সুযোগ

কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সরকারি চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি রাজস্ব খাতের ৪টি পদে মোট ৮৩ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।

অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। কুড়িগ্রামের স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা
১. পরিবার পরিকল্পনা সহকারী—০১
২. পরিবার পরিকল্পনা পরিদর্শক—০৫
৩. পরিবার কল্যাণ সহকারী—৭৩
৪. আয়া—০৪

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স
চাকরিতে আবেদনকারী প্রার্থীর বয়স গত বছরের ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dgfpkur.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।