ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

‘টাঁকশালে’র লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
‘টাঁকশালে’র লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের নবম গ্রেডের কয়েকটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ সময়সূচি প্রকাশ করা হয়।

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেড অনেকের কাছেই টাঁকশাল (টাকা/মুদ্রা তৈরির কারখানা) নামে বেশি পরিচিত।  
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল, পুর, ইলেকট্রিক্যাল) পদের লিখিত পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার লিখিত পরীক্ষা রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা হবে ২০ নভেম্বর এবং সহকারী ব্যবস্থাপক (টেকনিক্যাল) পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। আবেদনকারীরা ৯ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।