ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

মাদকদ্রব্য অধিদপ্তরের ৩ পদের লিখিত পরীক্ষার সময়সূচি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
মাদকদ্রব্য অধিদপ্তরের ৩ পদের লিখিত পরীক্ষার সময়সূচি

ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনটি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রন্থাগার সহকারী পদের লিখিত পরীক্ষা হবে ৩০ নভেম্বর বেলা তিনটায়, অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ও ওয়্যারলেস অপারেটর পদের পরীক্ষা হবে আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায়।
ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পরীক্ষার প্রবেশপত্র এ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।