ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

প্রবাসী কল্যাণ ব্যাংকের এমসিকিউর ফল প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
প্রবাসী কল্যাণ ব্যাংকের এমসিকিউর ফল প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৬৩ জন। গত ১২ নভেম্বর এ পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা সিটি করপোরেশনের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।