ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না আবেদন ফি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না আবেদন ফি

বাংলাদেশ ব্যাংক লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসার (এক্স ক্যাডার-গ্রন্থাগার) পদে নিয়োগ দিবে ব্যাংকটি।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অফিসার পদে ৪ জন লোক নেওয়া হবে। এক্ষত্রে পদের সংখ্যা কম বা বেশি হওয়ার সুযোগ রয়েছে।

বেতন যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরী ম্যানেজমেন্টে বিষয়ে স্নাতক বা গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান বিষযে ৩ বছর মেয়াদি স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষায় নূন্যতম ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোন পর্যায়েই ৩ বিভাগ গ্রহনযোগ্য নয়।

বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কোটায় আবেদন করলে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।