বগুড়ায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিক্যাল কলেজ। প্রতিষ্ঠানে একাধিক বিভাগে লোকবল নিয়োগ দেবে।
বিভাগ ও পদসংখ্যা: ফিজিওলজি বিভাগে ১জন অধ্যাপক ও ১ জন সহকারী অধ্যাপক, কমিউনিটি মেডিসিনে অধ্যাপক/ সহকারী অধ্যাপক ১জন, ফরেনসিক মেডিসিনে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক ১জন, ফার্মাকোলজিতে অধ্যাপক/ সহকারী অধ্যাপক ১জন, মাইক্রোবায়োলজিতে সহকারী অধ্যাপক ১জন নেবে।
এছাড়াও প্যাথলজিতে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক ১ জন ও সহকারী অধ্যাপক ১জন, ইউরোলজিতে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক ১জন এবং নিউরো সার্জারিতে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক ১জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নীতিমালা অনুযায়ী।
বেতন: কলেজের বেতন কাঠামো অনুযায়ী।
যেভাবে আবেদন: আগ্রহীরা অফিস চলাকালে চিফ অ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিক্যাল কলেজ, বগুড়া সেনানিবাস-এ ঠিকানায় ডাকযোগে বা সশরীর আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি : অনলাইন ব্যাংকিং আছে এমন যেকোনো তফসিলি ব্যাংক থেকে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে চিফ অ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিক্যাল কলেজ, বগুড়া বরাবর ১০০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এনএইচআর