ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে চাকরি

ঢাকা: জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি। অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় এ নিয়োগ দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ইনস্টিটিউটে দৈনিক হাজিরার ভিত্তিতে অস্থায়ীভাবে পাঁচ পদে লোক নেওয়া হবে। কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
পদের নাম: অতিথি প্রশিক্ষক (ওয়েল্ডিং, মেশিন শপ প্র্যাকটিস, প্ল্যাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ও আইটি সাপোর্ট সার্ভিস)।
পদসংখ্যা: প্রতি বিভাগে একজন করে মোট চারজন।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা শিল্পকারখানায় ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: প্রতি কার্যদিবসে বেতন ১ হাজার ২০০ টাকা, মাসে ২৩ দিন কার্যদিবস হলে মোট বেতন ২৭ হাজার ৬০০ টাকা। ১০ শতাংশ উৎসে কর কাটা হবে।
পদের নাম: জব প্লেসমেন্ট অফিসার
পদসংখ্যা: একজন
যোগ্যতা: স্নাতকোত্তর পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: প্রতি কার্যদিবসে ১ হাজার ৫০০ টাকা, মাসে ২৩ দিন কার্যদিবস হলে মোট বেতন ৩৪ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ উৎসে কর কাটা হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম, নিজ জেলা ও মুঠোফোন নম্বর লিখতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
অধ্যক্ষ, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি), বন্দর, নারায়ণগঞ্জ।
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর, ২০২১।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।