ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

৮ বিভাগে শিক্ষক নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
৮ বিভাগে শিক্ষক নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করে তার প্রিন্ট কপি রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে বা কুরিয়ারে বা সরাসরি পৌঁছাতে হবে।

•    ১. পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা:
বিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ (২টি), অর্থনীতি বিভাগ (২টি) ও আইন বিভাগে (১টি)।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
•    ২. পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা:
বিভাগ: ফার্মেসি বিভাগ (১টি) ও মাইক্রোবায়োলজি বিভাগ (১টি)
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
•    ৩. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা:
বিভাগ: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (১টি), মাইক্রোবায়োলজি বিভাগ (১টি) ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ (১টি)
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
•    ৪. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ৩
বিভাগ: আইন বিভাগ (২টি) ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ (১টি)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তাবলি, পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়মাবলিসহ আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংকে পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ বা প্রকাশনার কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন (৩) কপি রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আবেদনপত্র অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১১ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৮ সেট ডাকযোগে বা কুরিয়ারে বা সরাসরি পৌঁছাতে হবে।

আবেদন ফি
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ৯০০ টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৬০০ টাকা শিওর ক্যাশ বা নগদ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২২।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।