ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

নন-ক্যাডারে ২৭৫ জন নেবে পিএসসি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
নন-ক্যাডারে ২৭৫ জন নেবে পিএসসি

লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে । পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নবম ও দশম গ্রেডের ১৫টি পদে মোট ২৭৬ জন নেওয়া হবে।

যেসব পদে লোকবল নিয়োগ দেওয়া হবে:  গ্রন্থাগারিক পদে ১ জন, নেটওয়ার্ক/ওয়েবসাইট ম্যানেজার পদে ১ জন, ডেটাবেইজ ম্যানেজার পদে ১ জন, কম্পিউটার প্রোগ্রামার পদে ৪ জন, সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী পদে ২ জন, জুনিয়র প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ পদে ১ জন ও উপসহকারী প্রকৌশলী (টেলিভিশন) পদে ১ জন।

এছাড়া সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ১০৮ জন, সিনিয়র স্টাফ নার্স পদে ৮৮ জন, পাণ্ডুলিপি গ্রন্থাগারিক পদে ১ জন, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ১ জন, সিনিয়র স্টাফ নার্স ৬২ জন, ডিজাইনার ১ জন, ডিজাইনার সুপারভাইজার ১ জন ও নার্স ২ জন।

আবেদন যেভাবে : আগ্রহীদের টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd বা পিএসসির ওয়েবসাইটের www.bpsc.gov.bd মাধ্যমে কমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet