ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ডিএসকেতে চাকরি, বেতন ৪০ হাজার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, মে ২৩, ২০২২
ডিএসকেতে চাকরি, বেতন ৪০ হাজার

বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টে (এসইপি) কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি বা ই–মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ডকুমেন্টেশন অফিসার (কর্মী স্তর–০৯)
পদসংখ্যা:
যোগ্যতা: এমএসএস/এমএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষক প্রশিক্ষণ, আরপিএ/পিএলএ, ট্রেনিং মডিউল, লেসন প্ল্যান, রিপোর্ট রাইটং প্রশিক্ষণ পরিচালনার দক্ষতা থাকতে হবে। চামড়াশিল্পবিষয়ক কারিগরি প্রশিক্ষণে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কম্পিউটার পরিচালনা এবং ইংরেজিতে প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। তবে অধিক যোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
কর্মস্থল: নারায়ণগঞ্জ
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৪০ হাজার টাকা। অন্যান্য সুবিধা প্রকল্পের নিয়মানুযায়ী প্রযোজ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এক কপি ছবি, সনদের অনুলিপিসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। ই–মেইলেও আবেদন পাঠানো যাবে। তবে এ ক্ষেত্রে ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। ই-মেইল: dskhr@dskbangladesh.org।

আবেদনের শেষ তারিখ: ২৮ মে ২০২২।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, মে ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।