ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনে ৪৮ প্রকৌশলী পদে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জুন ৮, ২০২২
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনে ৪৮ প্রকৌশলী পদে চাকরি

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনায় কোম্পানির প্রচলিত বেতন স্কেলে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিকূল অবস্থা মোকাবিলায় চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, কোম্পানি আইন ও কোম্পানির চাকরিবিধি অনুযায়ী কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে।



পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ইলেকট্রিক্যাল-১৮, মেকানিক্যাল-৫, সিভিল-১ ও কম্পিউটার-৩ জন।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ৫১,০০০ টাকা
পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ইলেকট্রিক্যাল-১৪, মেকানিক্যাল-৪, সিভিল-১ ও কম্পিউটার-২ জন।
যোগ্যতা: পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল বা কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ৩৯,০০০ টাকা

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের ওজোপাডিকোর ওয়েবসাইট অথবা এ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রে নির্দিষ্ট স্থানে প্রার্থীর স্বাক্ষর ও ছবি স্ক্যান করে বসাতে হবে।

আবেদন ফি
আবেদনকারীর পরীক্ষার ফি ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে সহকারী প্রকৌশলী পদের জন্য ৮০০ টাকা এবং উপসহকারী প্রকৌশলী পদের জন্য ৭০০ পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ ৩০ জুন।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, জুন ০৮, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।