ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

প্রবাসীকল্যাণ ব্যাংকে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জুন ১২, ২০২২
প্রবাসীকল্যাণ ব্যাংকে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসীকল্যাণ ব্যাংক। প্রতিষ্ঠানটি একাধিক পদে ২৮২ জন লোক নেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  

যেসব পদে লোকবল নেওয়া হবে: গাড়িচালক পদে ৭ জন, নিরাপত্তাপ্রহরী পদে ১৭৬ জন ও অফিস সয়কহা পদে নেওয়া হবে ৯৯ জন।  

আবেদন যোগ্যতা: গাড়িচালক পদে আবেদনের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।  

নিরাপত্তাপ্রহরী পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে এবং নিরাপত্তার কাজে প্রশিক্ষণ থাকতে হবে। সেনাবাহিনী/বিডিআর/পুলিশ/আনসার বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।  

অফিস সহায়ক পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : গাড়িচালক পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা এবং নিরাপত্তাপ্রহরী ও অফিস সহায়ক পদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। সরকারি নীতিমাসারে অলা অনুন্যান্য সুবিধা দেওয়া হবে।

বয়স: ৭ জুন তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের http://pkb.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে হবে।  

আবেদনের শেষ তারিখ: ৬ জুলাই, ২০২২।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, জুন ১২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।