ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ইউরোপিয়ান সংস্থায় চাকরির সুযোগ, বেতন দেড় লাখ টাকা

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জুন ২৪, ২০২২
ইউরোপিয়ান সংস্থায় চাকরির সুযোগ, বেতন দেড় লাখ টাকা

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইউরোপিয়ান সংস্থা কনর্সান ওয়ার্ল্ডওয়াইড। প্রতিষ্ঠানটি বাংলাদেশের কক্সবাজারে উখিয়ায় চলমান প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: লজিস্টিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার। পদের সংখ্যা: ১টি।  

আবেদন যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পদ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা প্রকিউরমেন্ট, হিউম্যানেটারিয়ান লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন সংক্রান্ত উচ্চতর ট্রেনিং থাকতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে এনজিও বা ইউএনের এজেন্সিতে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া টান্সপোর্ট, ডিস্ট্রিবিউশন, ওয়ারহাউজ, স্টোক ম্যানেজমেন্ট, ফ্লিট ম্যানেজমেন্ট ও অ্যাসেট ম্যানেজমেন্ট, আইটি ও সিকিউরিটি ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।

ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক ১২০৭৯২-১৫৮৯৪৫ টাকা। এছাড়াও হার্ডশিপ অ্যালায়েন্স ১০,০০০ টাকা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটটি, জীবন বীমা দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ৩ জুলাই, ২০২২

আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।