ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, বেতন ৬৪০০০

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, বেতন ৬৪০০০

ঢাকা: ঢাকাস্থ মার্কিন দূতাবাস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এইচএসসি পাসে ফ্যাসিলিটি মেইনটেন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক (ভেহিকল রেকর্ড)।  
পদের সংখ্যা: একটি।  
আবেদন যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে কমপক্ষে দুই বছর ক্লার্ক, কাস্টমার সার্ভিস ও আন্তর্জাতিক সংস্থায় রেকর্ড কিপিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভাষা সংক্রান্ত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া প্রার্থীদের মেডিক্যাল ও সিকিউরিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন যেভাবে: এ পদে আবেদন করার জন্য প্রার্থীদের রেসিডেন্সি বা ওয়ার্ক পারমিট থাকতে হবে। সনদপত্র থাকতে হবে, তবে শুধু ট্রান্সক্রিপ্ট গ্রহণযোগ্য নয়। পাসপোর্ট বা এনআইডির কপি থাকতে হবে। এছাড়া সার্টিফিকেট বা লাইসেন্সের কপি থাকতে হবে। আগ্রহীদের আবেদন করতে হবে দূতাবাসের ওয়েব সাইটের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ২৯ আগস্ট, ২০২২।

বেতন ও সুযোগ-সুবিধা: ৬৪০০০ টাকা। সপ্তাহে ৪৫ ঘণ্টা কাজ করতে হবে। এছাড়া নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।