ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

প্রোগ্রামার নিচ্ছে আইসিডিডিআরবি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
প্রোগ্রামার নিচ্ছে আইসিডিডিআরবি

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রোগ্রামার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
•    পদের নাম: প্রোগ্রামার (আইওএস ও অ্যান্ড্রয়েড ডেভেলপার)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট–সংক্রান্ত কাজে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম এবং নোএসকিউএল ডেটাবেজে সফটওয়্যার ডেভেলপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। পাইথন, জাভা, জাভা স্ক্রিপ্ট, লারাভেল, পোস্টগ্রেএসকিউএল, এসকিউলাইট সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার প্রোগ্রামে ভালো দক্ষতা থাকতে হবে। প্রোগ্রামিং ও ডেটাবেজ–সম্পর্কিত সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: মহাখালী ক্যাম্পাস, ঢাকা
বেতন: মাসিক বেতন ৬৮,৭৩৫ টাকা (আলোচনা সাপেক্ষে)।
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে কেয়ার-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৮ অক্টোবর ২০২২।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।