ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

তাপপ্রবাহ থাকতে পারে আরও ৩ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
তাপপ্রবাহ থাকতে পারে আরও ৩ দিন

ঢাকা: দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও তিন দিন থাকতে পারে।

 

রোববার (২৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এমন তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, কয়েকদিন ধরে রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং ফেনী জেলাগুলো ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছিল। ঢাকায় তাপপ্রবাহ কাটলেও কয়েকটি জেলায় বিরাজমান রয়েছে।  

তিনি বলেন, আরও দুই/তিন এমন অবস্থা থাকতে পারে। তবে তাপপ্রবাহের মাত্রা, বিস্তার হওয়ার তেমন কোনো সম্ভবনা নেই। এছাড়া আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়বে। এক্ষেত্রে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি হবে।  

আগের দিনের মতো রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে এটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো শঙ্কা নেই বলেও জানান আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।