বরগুনা: উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে জেঁকে বসেছে শীত।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশে উত্তরের হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাতে এবং শনিবার সকালে বৃষ্টির মতো ঝিরি ঝিরি করে পড়তে থাকে ফোঁট ফোঁটা কুয়াশা বিন্দু। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশা, আকাশে মেঘাচ্ছন্ন এবং ঠাণ্ডা বাতাস আরও দু-তিনদিন অব্যাহত থাকবে।
সরেজমিনে দেখা গেছে, প্রচণ্ড শীতে এ অঞ্চলের গ্রামের মানুষদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর মানুষ বেশি বিপাকে পড়ছেন। ১২ জানুয়ারি সন্ধ্যার পরে জেলা শহরের বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।
বরিশাল আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল বলেন, শনিবার সকালে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর বলেন, ঠাণ্ডার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেড়েছে। শৈত্যপ্রবাহে শিশু ও বয়স্কদের জ্বর, কাশি, বুকে ব্যথা, ইনফ্লুয়েঞ্জাসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই ঠাণ্ডা না যেন না লাগে সেদিকে সচেতন থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এসআরএস