ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

খুলনায় তাপমাত্রার পারদ উঠল ৪১ ডিগ্রিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
খুলনায় তাপমাত্রার পারদ উঠল ৪১ ডিগ্রিতে

খুলনা: তীব্র তাপদাহে পুড়ছে খুলনা। শনিবার (২০ এপ্রিল) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, যা খুলনায় আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

সেই সঙ্গে এটি চলতি মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা।

সূর্যের প্রখরতার সঙ্গে তীব্র গরম প্রাণ প্রকৃতিতে নেমে এসেছে স্থবিরতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আরও প্রখরতা। এতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা পড়েছেন চরম বিপাকে। বাইরে নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, ভ্যান ও রিকশাচালক, ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের গরমে নাভিশ্বাস উঠেছে। হা-হুতাশ করতে দেখা গেছে তাদের। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না। ছন্দপতন ঘটছে দৈনন্দিন কাজকর্মে।

দুপুর হতে না হতেই আকাশ থেকে যেন আগুন ঝরছে। ঠাঠা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেঁতে উঠেছে রাস্তাঘাট।

এদিকে তীব্র গরমে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘরে ঘরে জ্বর, মাথাব্যথা ও পেটের পীড়ায় ভুগছে মানুষ। বৃষ্টিহীন খুলনায় মানুষ হা-পিত্যেস করছে কয়েকদিন থেকে। বৃষ্টির জন্য চাতকের মতো আকাশপানে চেয়ে আছেন এ অঞ্চলের মানুষ।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে জানান, খুলনায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।  

আজ খুলনার তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সিলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।