ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

উজানের পাহাড়ি ঢলে বাড়ছে সোমেশ্বরী নদীর পানি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ২৯, ২০২৪
উজানের পাহাড়ি ঢলে বাড়ছে সোমেশ্বরী নদীর পানি 

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত দুদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে দুর্গাপুরে।

সেই সঙ্গে উজানেও বৃষ্টিপাত হওয়ায় নামতে শুরু করেছে পানি।  

মঙ্গলবার (২৮ মে) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।  

এর আগে মঙ্গলবার সকাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বিজয়পুর পয়েন্ট দিয়ে উজানের পানি আসতে শুরু করে। দুপুরের মধ্যেই ভরে ওঠে নদী।

এদিকে, পানির স্রোতে ভেঙে পড়ে দুপারের মানুষের চলাচলের তৈরি বাজার-শিবগঞ্জের অস্থায়ী কাঠের সেতু। এতে নদী পারাপারে মানুষের কষ্ট পোহাতে হচ্ছে।  

ঘাট কর্তৃপক্ষের লোকজন জানিয়েছেন, পাহাড়ি ঢলের কারণে অস্থায়ী কাঠের সেতু ভেঙে পড়ায় এ বছরের মতো বন্ধ থাকবে। নৌকায় পারাপার এখন একমাত্র ভরসা।  

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে নদীর পানি বাড়লেও এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

নেত্রকোনা জেলা পাউবো নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, স্বল্পমেয়াদি বন্যা হওয়ার সম্ভবনা রয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলে জানান তিনি।  

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান জানান, নদীর পাহাড়ের ঢলের সর্বশেষ পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। নদীর পানির ব্যাপারে সব খোঁজখবর রাখছি। সব ধরনে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।