ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সৈয়দপুরে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
সৈয়দপুরে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

নীলফামারী: উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুরে প্রচণ্ড গরম পড়েছে। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

গত দুদিন ধরে এ আবহাওয়া বিরাজ করায় লোকজন বাইরে বেরুতে পারছেন না। রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষরা গরমে চরম বেকায়দায় পড়েছেন।

এর মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়ায় ভোগান্তি চরমে উঠেছে। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বৃহস্পতিবার (২৯ আগস্ট) ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। কয়েকদিন ধরে চলছে এমন আবহাওয়া। বেশ কয়েকদিন এ জনপদে বৃষ্টিপাত না হওয়ায় গরম পড়েছে অনেক।  

এদিকে ভাদ্রের এ গরমে কৃষকরা বৃষ্টিপাতের অভাবে ধানের চারা লাগাতে পারছেন না। তবে কোনো কোনো স্থানে গভীর ও শ্যালো মেশিনে সেচ দিয়ে আবাদের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।