ঢাকা, বুধবার, ৭ কার্তিক ১৪৩১, ২৩ অক্টোবর ২০২৪, ১৯ রবিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পঞ্চগড়ের তাপমাত্রা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পঞ্চগড়ের তাপমাত্রা!

পঞ্চগড়: তাপমাত্রার পারদ ওঠা-নামা করার মাঝে পঞ্চগড়ে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

 

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এ দিন বেলা ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়া অফিস বলছে, বর্তমানে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। এদিকে অক্টোবরের মাঝামাঝি থেকে রাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চলে কুয়াশা পড়তে শুরু হয়।  

এদিকে দেখা গেছে, আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

স্থানীয়রা জানান, ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে। সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল হাওয়ায় শীত অনুভূত হচ্ছে। মাঝরাতের পর থেকে ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্বেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, দিনে গরম থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে এ জেলায়। আগের তুলনায় তাপমাত্রা কমতে শুরু করেছে। এখন দিন যত যাবে তাপমাত্রা কমতে থাকবে। আর নভেম্বরে পুরো শীত নামতে শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।