ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

লক্ষ্মীপুরের বশিকপুরে জনবহুল এলাকায় ইটভাটা, বন্ধের দাবি এলাকাবাসীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
লক্ষ্মীপুরের বশিকপুরে জনবহুল এলাকায় ইটভাটা, বন্ধের দাবি এলাকাবাসীর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের খোদাওয়ান্দপুর গ্রামে ‘পিআরবি ব্রিক্স’ নামে একটি ইটভাটার কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভাটাটির অবস্থান একেবারে জনবহুল এলাকায়।

ফলে বিপর্যয় ঘটছে পরিবেশের।  

এছাড়া ইটভাটার মাটি ও ইট পরিবহনের কাজে ব্যবহৃত পিক-আপ ভ্যান, ট্রলির চাপায় বিনষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। ধুলার কারণে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন নারী-শিশুসহ নানা বয়সী মানুষ।  

স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে ইটভাটার মালিক বাহার পাটোয়ারী ঘনজনবসতিপূর্ণ এলাকায় ভাটাটি স্থাপন করেন। এরপর থেকেই পরিবেশ দূষণ হচ্ছে। আশেপাশে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও বসতঘর রয়েছে। ভাটার ধোঁয়ায় মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ভাটার ট্রলির কারণে অভ্যন্তরীণ সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাটার কালো ধোঁয়ার কারণে গাছপালা বিবর্ণ হয়ে পড়ছে। গাছে ফলমূল ধরা কমে গেছে। স্থানীয় লোকজন ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।  

নাম প্রকাশে অনিচ্ছুক ভাটা এলাকার পাঁচ বাসিন্দা জানান, ভাটার মালিক বাহার আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। আওয়ামী লীগের জেলা এবং স্থানীয় নেতাদের মোটা টাকা দিয়ে ম্যানেজ করে ভাটা পরিচালনা করে এসেছেন এতোদিন। সন্ত্রাসী বাহিনী প্রধান আবুল কাশেম জিহাদীকে প্রতিমাসেই মাসোহারা দিতেন বাহার। এখন আবার জনবসতিপূর্ণ এলাকায় ভাটা পরিচালনা করতে আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপির নেতাদের সঙ্গে আঁতাত করার চেষ্টা করছেন। আসছে মৌসুমে ভাটা চালু হলে পুরো এলাকার পরিবেশ আবার বিপর্যস্ত হবে।  

ভাটার কার্যক্রম শুরু হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এলাকাবাসী।  

এ বিষয়ে ভাটার মালিক বাহার পাটোয়ারী জানান, সরকারি নির্দেশনা মেনে তিনি ভাটা পরিচালনা করছেন। ব্যবসা করতে গেলে কারো কারো ক্ষতি হতে পারে। তবে বিষয়টি তিনি আরও সতর্কতার সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন।

জানতে চাইলে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ পাঠান জানান, পিআরবি ব্রিক্স ভাটাটি সম্পর্কে তিনি কিছু জানেন না। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।   
 
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।