ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সৈয়দপুরে আহত শকুন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
সৈয়দপুরে আহত শকুন উদ্ধার উদ্ধারকৃত শকুন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আহত অবস্থায় একটি শকুন উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে উদ্ধার করা শকুনটি পরে পরিবেশ ও পাখি সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন সেতুবন্ধনের সদস্যরা স্থানীয় সামাজিক বনায়ন কর্তৃপক্ষের মাধ্যমে সিংড়া ফরেস্ট পাখি পরিচর্যা কেন্দ্রে পাঠিয়েছে।  

সৈয়দপুর বন বিভাগ সূত্র জানায়, খবর পেয়ে ওই এলাকায় গিয়ে সেতুবন্ধনের সদস্যরা শকুনটি উদ্ধার করেন।

শকুনটির ডান পায়ে ও দেহের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। শকুনটির ওজন প্রায় ১০ কেজি। চার ফুট উচ্চতার শকুনটির দু’টি ডানার দৈর্ঘ্য প্রায় ছয় ফুট করে।

পাখিটির সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সিংড়া ফরেস্টের পাখি পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান সৈয়দপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোতালেব হোসেন।

সেতুবন্ধনের সদস্যরা জানান, শকুনটি আহত হয়ে উড়তে না পারায় সৈয়দপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বৈরাগী পাড়ার একটি বাঁশঝাড়ে পড়েছিল। পরে স্থানীয় জনগণ দেখতে পেয়ে সেটি উদ্ধার করে। সম্ভবত দুই-তিনদিন খাবার খেতে পারেনি পাখিটি। এজন্য বেশ দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। এতে হয়তো দ্রুতই সুস্থ হয়ে উঠবে পাখিটি।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।