ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শ্রীমঙ্গলে বিপন্ন বনরুই উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
শ্রীমঙ্গলে বিপন্ন বনরুই উদ্ধার উদ্ধারকৃত বনরুই/ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লোকালয়ে ধরা পড়েছে একটি বনরুই। খবর পেয়ে বিপন্ন প্রজাতির প্রাণীটিকে বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলার ইসবপুর এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে জানান, ইসবপুর এলাকার শিমুল দেব নামে এক ব্যক্তি বৃহস্পতিবার সকালে বনরুইটিকে সবজি ক্ষেতের জালে আটকে থাকতে দেখেন।

পরে তিনি সেটি ধরে বাড়ি নিয়ে যান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশননের লোকজন সেখানে গিয়ে বনরুইটি উদ্ধার করে।  

তিনি আরও জানান,  বনরুইটির পেছনের পা দু’টি ও কোমরে সামান্য সমস্যা হয়েছে। চিকিৎসা শেষে প্রাণীটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।