ভুরভুরিয়া চা বাগান থেকে এ হরিণটি উদ্ধার করা হয়। ছবি বাংলানিউজ
মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুর থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে হরিণটিকে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৩০ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগান থেকে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ভুরভুরিয়া চা বাগান সংলগ্ন বড় একটি পুকুরে পানি পান করতে এসে হরিণটি পুকুরের কাদা-পানিতে আটকে যায়।
এসময় প্রদীপ পাশি, মিন্টু মৃধা, নন্দলাল হাজরা ও সন্তুস রিকিয়াশন নামে স্থানীয় চার যুবক পানিতে নেমে হরিণটি উদ্ধার করেন। পরে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বন বিভাগের কর্মীরা এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।