ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পাথরঘাটায় ৮ হাত লম্বা অজগর উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
পাথরঘাটায় ৮ হাত লম্বা অজগর উদ্ধার উদ্ধার হওয়া অজগর সাপটি। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন থেকে আট হাত লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ জুলাই) দুপুরের দিকে ইউনিয়নের গাববাড়িয়া গ্রামের বটতলা এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ইছাহাক হাওলাদারের বাড়ির পুকুরে সাপ ভাসতে দেখে পাথরঘাটা পৌরসভার সাপুরে দুলালকে খবর দেওয়া হয়।

পরে ওই পুকুর থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে সোপর্দ করা হয়।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন বিষয়টি নিশ্চিত করে  বাংলানিউজকে বলেন, সাপটি বড়টেংরা বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।