গত তিন দিন থেকে পঞ্চগড়ে সূর্য়ের দেখা মেলেনি। এতে বিপর্যস্ত জেলার শীতার্ত মানুষগুলো।
গত রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর পুরোদমে শুরু হয়েছে শীতের প্রকোপ। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছেন জেলার মানুষ।
কনকনে শীতের দাপটে সোমবার থেকে মঙ্গলবার (২০-২১ জানুয়ারি) সকাল পর্যন্ত শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১০ জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মবর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২০ জানুয়ারি) রাত ১২টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
আরএ