নীলফামারী: নীলফামারীতে ফের বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত তিন দিন ধরে নতুন করে শুরু হয়েছে ঘন কুয়াশাসহ প্রচণ্ড শীত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশায় কারণে দৃষ্টিসীমা সকাল ৯টায় ৫০ মিটারের কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল।
এছাড়া আঞ্চলিক ও মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। দুপুর অবধি সূর্যের মুখ দেখা যায়নি। সিডিউল মেনে চলছে না ট্রেন। প্রতিটি ট্রেন প্রায় তিন থেকে পাঁচ ঘণ্টা দেরিতে যাতায়াত করছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো ফক লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। এছাড়া হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বোরো বীজতলা কোল্ড ইনজুরির কবলে পড়ায় বোরো চাষ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন চাষিরা।
বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।