মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর থেকে এ বৃষ্টি শুরু হয়। এদিকে সকাল থেকে লকডাউনের মধ্যেও দেখা গেছে বৃষ্টিতে ভিজে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় করছেন স্থানীয়রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) বৃষ্টিপাতের পরিমাণ দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ মিলিমিটার। একই দিন সকাল ৯টায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো জানান, কালবৈশাখীর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামীকাল বুধবার (২২ এপ্রিল) বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। কিছু কিছু স্থানে শীলাবৃষ্টিও দেখা দিতে পারে বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
আরএ