সরেজমিনে দেখা গেছে, দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে কখনো গুড়ি আবার কখনো মুষল ধারে বৃষ্টি হয়েছে। এ সময় আকাশ বেশ মেঘলা থাকলেও বিকেল পৌনে ৩টার দিকে আকাশ কিছুটা পরিষ্কার হতে থাকে।
স্থানীয় কালিগঙ্গা নদীতে স্বাভাবিক জোয়ারে পানি বাড়ায় জেলার অনেক স্থানের ফসলি জমি প্লাবিত হওয়াসহ অনেক স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি উঠতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার কচা, বলেশ্বর, মধুমতি, কালিগঙ্গা নদীতে স্বাভাবিক জোয়ারের পানির থেকে বেশি পানি ও পানির স্রোত দেখা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৯, ২০২০
আরএ