বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে গুঁড়ি গুঁড়ি কখনো মুষলধারে বৃষ্টি নামছে। একইসঙ্গে বইছে প্রবল ঝড়ো হাওয়া।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বাংলানিউজকে বলেনু, ঘূর্ণিঝড় আম্পান বিষয়ে বান্দরবানবাসীকে সর্তক করা হয়েছে। আম্পানের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণসহ বান্দরবানের সাতটি উপজেলা পর্যায়ে মেডিক্যাল টিমকে রাখা হয়েছে প্রস্তুত। জেলায় আটটি নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ প্রস্তুত করা হয়েছে আটটি মোবাইল টিম। এছাড়া মাঠ পর্যায়ে কাজ করছে ৩৩টি মেডিক্যাল টিম।
এদিকে, আম্পান মোকাবিলার জন্য প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্ট, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরকে প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ২১, ২০২০
এসআরএস