ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ২০২৩ সালের স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত স্প্রিং ২০২৩ সেমেস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে আইইউবির অ্যাডমিশন্স অ্যান্ড ফিনানশিয়াল এইড অফিস।
একই অনুষ্ঠানে, ‘লুম্বিনি ফেলোশিপ’ শিরোনামের শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আওতায় দুই সেমিস্টারের জন্য আইইউবিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী প্রীতি তঞ্চঙ্গ্যা এবং আ আ মোই মারমা।
পার্বত্য চট্টগ্রামভিত্তিক তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান লুম্বিনি লিমিটেডের আর্থিক সহায়তায় চার বছরের জন্য এই কর্মসূচির সূচনা করেছে আইইউবি এবং দেশের একমাত্র পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশে পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটিই প্রথম শিক্ষার্থী বিনিময় কর্মসূচি।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন স্বনামধন্য লেখক আনিসুল হক। আরো বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার; উপাচার্য তানভীর হাসান, উপ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম; স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্ট্রাপেনারশিপের ডিন অধ্যাপক ড. মেহেরুন আহমেদ; স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. শাহ এম ফারুক; স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান; স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন অধ্যাপক ড. জে এম এ হান্নান; এবং স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের অন্তবর্তীকালীন ডিন ড. মাহাদী হাসান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অ্যাডমিশন্স অ্যান্ড ফিনানশিয়াল এইডের প্রধান লিমা চৌধুরী। সঙ্গীত পরিবশেন করে আইইউবি মিউজিক ক্লাবের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এএটি