ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

উরি ব্যাংক ও ইয়র্ক হাসপাতাল সমঝোতা সই

কর্পোরেট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
উরি ব্যাংক ও ইয়র্ক হাসপাতাল সমঝোতা সই

ঢাকা: উরি ব্যাংক বাংলাদেশ এবং ইয়র্ক হাসপাতালের মাঝে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

উরি ব্যাংক বাংলাদেশের চিফ ফিনান্সিয়াল অফিসার জাইউক হিউন এবং ইয়র্ক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এম জগলুল এ মজুমদার চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উরি ব্যাংক বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন খাবিরুল হক খান (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট), মানিক সরকার (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট), বিনয় ভূষণ জয়ধর (হেড অব ডিজিটাল মার্কেটিং অ্যান্ড কার্ডস)।

ইয়র্ক হাসপাতালের পক্ষে ড. মাফিউন নাফিসা হক (পরিচালক), মল্লিক নাসিম আহসান (পরিচালক), ডা. এনামুল হক (সিএমও), ডা. ফয়সাল রহমান (সিওও) এবং সরিফ হাসান শামীম (ম্যানেজার) উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী ব্যাংকের কর্মী এবং ডেবিট কার্ড হোল্ডাররা ইয়র্ক হাসপাতাল থেকে বিভিন্ন সার্ভিসের ওপর ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।