ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

চট্টগ্রামের জামাল খানে এক্সিম ব্যাংকের নতুন শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
চট্টগ্রামের জামাল খানে এক্সিম ব্যাংকের নতুন শাখা

চট্টগ্রামের জামাল খান রোডে এক্সিম ব্যাংকের ১৪৮তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. এস এম আবু জাকের।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মঈন উদ্দিন ও রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আব্দুল কায়ূম চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বিভিন্ন সেবা ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন এক্সিম ব্যাংক আপনাদেরই ব্যাংক। আপনারা এই ব্যাংকের ওপর আস্থা রাখুন। আপনাদের সহযোগিতায় এক্সিম ব্যাংক সামনে এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।